ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

২২ জেলায় বিজিবি নিয়োগের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
২২ জেলায় বিজিবি নিয়োগের নির্দেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: দেশের ২২ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজিবি নিয়োগের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার ও বিজিবি প্রধানকে চিঠি দেয়।



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দেশের বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল নিরাপত্তায় জেলা প্রশাসকেরা এ বিজিবির সহযোগিতা চেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, রাতে  উপসচিব মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, রাজধানী ছাড়াও দেশের ২২ জেলায় বিজিবি মোতায়ের জন্য চিঠি দেওয়া হয়েছে। গাজীপুর, বগুড়া, চাপাইনবাবগঞ্জ এবং বি. বাড়িয়াসহ ১৬ জেলায় ১৬ জেলায় ৪৯ প্লাটুন বিজিবি নিয়োগ এবং রাজধানীতে ১০ প্লাটুন কথা বলা হয়েছে চিঠিতে।   আর বাকি ছয় জেলায় ডিসিদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বিজিবি নিয়োগ করা হবে।

হাবিবুর রহমান জানান, বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কাছে নিরাপত্তা জোরদার করতে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসকরা ( ডিসি)। পরিস্থিতি সামাল দিতে বিজিবি চেয়ে মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন তারা।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন সহিংস পরিস্থিতি মোকাবেলায় গত কয়েক দিনে সরকারের কাছে নিরাপত্তা জোরদার করতে অনুরোধ জানান ডিসিরা। তারা পরিস্থিতি সামাল দিতে বিজিবি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠান।

এদিকে, বিএনপি নেতৃত্বাধীন জোটের অবেরোধ কর্মসূচিতে যানবাহন দূরপাল্লার চলাচলে বিকল্প ব্যবস্থা নেওয়া কথা আলোচনা হয় মন্ত্রিসভায়। এরপর রাতে বিজিবি নিয়োগের নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।