ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পিকেটার আতঙ্কে নোয়াখালীতে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
পিকেটার আতঙ্কে নোয়াখালীতে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীর পৌর কল্যাণ স্কুলের সামনের প্রধান সড়কে পিকেটারদের আতঙ্কে দ্রুতগতিতে পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গেলে এর চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।



তবে তাৎক্ষণিক নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ ছিল। তারা জানিয়েছে, দ্রুতগতিতে পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে গেলে এর চালক গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।