ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে দেড় কেজি সোনা জব্দ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
শাহজালালে দেড় কেজি সোনা জব্দ, আটক ১

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি সোনা জব্দ করেছে পুলিশ।

এ ছাড়া এ ঘটনায় সোহাগ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সিঙ্গাপুর থেকে একটা ফ্লাইটে তিনি ঢাকা আসেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ সোনা জব্দ ও সোহাগ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানা মামলা হয়েছে।

কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মোহম্মদ জিয়া উদ্দিন এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহাগ সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা টাইগার এয়ারলাইন্সের টিআর ২৬৫৬ ফ্লাইটে ঢাকা আসেন। এরপর সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দেড় কেজি সোনা জব্দ ও তাকে আটক করা হয়।

তার নামে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।