ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অ্যাসিড ছুড়ে কক্সবাজারে ৬ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
অ্যাসিড ছুড়ে কক্সবাজারে ৬ লাখ টাকা ছিনতাই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে অ্যাসিড ছুড়ে ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

এ সময় বোগদাদী সল্ট নামে একটি ইন্ডাস্ট্রির মালিক ও তার ছোটভাই আহত হয়েছেন।



সোমবার রাত ১০টার দিকে ইসলামপুরের ধর্মেরছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার ইসলামপুরের ধর্মেরছড়া এলাকার কবির আহম্মদের ছেলে মো. ফারুকুল ইসলাম (২৪) ও তার সহোদর রেজাউল করিম।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দা, কুড়াল নিয়ে আসা ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ অ্যাসিড নিক্ষেপ করে নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে দেন।

এর মধ্যে আহত রেজাউলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালের চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

আহতের বাবা বাংলানিউজকে জানান, ধর্মেরছড়া এলাকার মৃত আহমদের ছেলে জসিম উদ্দিনের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালিয়েছে।

কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বাংলানিউজকে জানান, অ্যাসিড সন্ত্রাসের সঙ্গে জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।