ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভোলার মেঘনা থেকে ১০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
ভোলার মেঘনা থেকে ১০ মণ জাটকা জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে রাত ১টা পর্যন্ত কোস্টগার্ড এ অভিযান চালায়।



কোস্টগার্ড সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. মো. খালিদের নেতৃত্বে একটি দল ভোলার মেঘনায় অভিযান চালায়। অভিযান দলটি মেঘনার বিশ্বরোড, কাঠিরমাথা, তুলাতলী ও নাঝির মাঝি পয়েন্ট থেকে ১০ মণ জাটকা জব্দ করে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. মো. খালিদ বলেন, অসাধু জেলে ও আড়ৎদার চক্র এসব মাছ ভোলা থেকে ট্রলারে করে বরিশাল নিয়ে যাচ্ছিল। কোস্টগার্ড বিষয়টি টের পেয়ে অভিযানে নামে। জব্দকৃত মাছ মৎস্য অফিসারদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

নদীতে জাটকা রক্ষায় কোস্টগার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই মধ্যে ৪২ দিনে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের জাটকা ও কারেন্ট জালসহ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা সংরক্ষণ কর্মসূচি চলছে। এ সময়ে জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। জাটকা রক্ষায় কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়মিত অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।