ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে শ্রমিকবাহী বাস খাদে পড়ে আহত ৫০

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
সাভারে শ্রমিকবাহী বাস খাদে পড়ে আহত ৫০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে গার্মেন্টস শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসির সামনে বাসটি খাদে পড়ে যায়।



শ্রমিকরা জানান, সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগানে কাজল গার্মেন্টসে যাওয়ার জন্য সাভারের বিভিন্ন জায়গা থেকে বাসে উঠেন শ্রমিকরা। বাসটি বিপিএটিসির সামনে এসে পৌছালে একটি প্রাইভেট কার ইউটার্ন নেওয়ার সময় ধাক্কা লেগে শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা অন্তত ৫০ শ্রমিক আহত হন।

পথচারীরা আহতদের উদ্ধার করে সাভারের ল্যাব জোন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এছাড়া চৈতি আক্তার লতা ও আলামিনসহ কয়েক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান পথচারীরা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাভার মডেল থানা পুলিশ।

এ বিষয়ে কাজল গার্মেন্টসের ডিরেক্টর কাজল আহমেদ বাংলানিউজকে বলেন, ঘন কুয়াশার কারণে শ্রমিকবাহী বাসটি খাদে পড়ে শ্রমিকরা আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।