ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে অবরোধকারীদের হামলায় এসআই আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
কক্সবাজারে অবরোধকারীদের হামলায় এসআই আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে আর্মড পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দরগা পাড়ার ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।



আহত এসআইকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, খরুলিয়া এলাকায় ২০ দলীয় জোটের নেতাকর্মীরা গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন খবর পেয়ে জাহাঙ্গীর আলমসহ কয়েকজন ঘটনাস্থলে যান। এসময় অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে ইটের আঘাতে তার মাথা ফেটে যায়।

খবর পেয়ে পুলিশের আরো কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

আহত জাহাঙ্গীরকে দেখতে জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ সংশ্লিষ্টরা হাসপাতালে যান।
 
কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬ জানুয়ারি একই স্থানে শিবিরের হামলায় কক্সবাজার জেলা পরিষদ প্রশাসকসহ তিনজন আহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।