ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়া সীমান্ত হাট উদ্বোধন মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
ছাগলনাইয়া সীমান্ত হাট উদ্বোধন মঙ্গলবার

ঢাকা: ফেনীর ছাগলনাইয়া ও ভারতের ত্রিপুরা সীমান্তে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উদ্বোধন হচ্ছে সীমান্ত হাট। এটি বাংলাদেশ-ভারতের তৃতীয় সীমান্ত হাট।



বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারাম যৌথভাবে এটি উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী, ত্রিপুরার স্থানীয় সংসদ সদস্য জিতেন্দ্র চৌধুরী প্রমুখ উপস্থিত থাকবেন।

কুড়িগ্রামের বালিয়ামারী সীমান্ত ও সুনামগঞ্জের ডলোরা সীমান্তে হাট চালু রয়েছে।

২০১৩ সালের ৩ নভেম্বর দু’দেশের নীতি নির্ধারকরা সীমান্ত হাট চালুর বিষয়ে একমত হয়।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।