ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক রাসেল আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বগুড়ায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক রাসেল আহত রাসেল মাহমুদ

বগুড়া: বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় দৈনিক বাংলা বুলেটিনের সাংবাদিক রাসেল মাহমুদ (২৬)। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।



এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অপরাধীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।

রোববার (১১ জানুয়ারি) পেশাগত দায়িত্ব পালন শেষ করে অফিস থেকে রাত ১০টার দিকে জহুরুল নগর এলাকায় ভাড়া বাসায় ফেরার পথে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে পৌছ‍ালে সন্ত্রাসীরা তার উপর হামলা করে।

আহত রাসেল বাংলানিউজকে জানান, বাংলা বুলেটিন পত্রিকার অফিস থেকে অন্য দিনের মতো কাজ শেষে রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলাম। অফিস ভবন থেকে মাত্র ৪০/৪৫ গজ দূরে আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে পৌঁছামাত্রই আগে থেকেই ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা রাম দা ও ছোরা দিয়ে কুপিয়ে আমাকে হত্যার চেষ্টা করে। এ সময় নিজেকে রক্ষা করাতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে আমার হাতে কোপ লাগে।

রাসেলের সহকর্মীরা বলেন, রাসেল পত্রিকাটির ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পথচারী ও আমরা তাকে মাটিতে পড়ে থাকতে দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাই। সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-সহকারী কর্মকর্তা (এসআই) মঞ্জুরুল হক ভূঞা বাংলানিউজকে জানান, এটা ছিনতাই সংক্রান্ত ঘটনা হতে পারে। হরতাল ও অবরোধে পুলিশ সদস্যরা ব্যস্ত থাকায় সন্ত্রাসীরা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। তবে অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অগ্রাধিকার দিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবো।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে রাসেলের পরিবার সূত্র নিশ্চিত করেছেন।

বাংলাদেশসময় : ১১৫৩  ঘণ্টা, জানুয়ারি  ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।