ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাইক্রোচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
মানিকগঞ্জে মাইক্রোচাপায় ব্যবসায়ী নিহত ছবি: প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক ফেরিঘাটে মাইক্রোবাসের চাপায় জয়নাল মিয়া (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত জয়নাল মিয়া (৪০) ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া গ্রামের হায়াত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, জয়নালসহ আরো দুই/তিনজন ফেরি ঘাটে বিকল একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে জয়নাল গুরুতর আহত হন। এ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।