ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রানীশংকৈলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
রানীশংকৈলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কুমারগঞ্জ এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও-রানীশংকৈল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই উপজেলার ফুটানী বাজার এলাকার শামীম হোসেন ও করনাইট গ্রামের আনু মোহাম্মদ।

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন-রানীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের রানীশংকৈল উপজেলা সংবাদদাতা আনোয়ারুল ইসলাম ও সাংবাদিক সেতাউর রহমান।

আহত সেতাউর রহমান জানান, সকালে শামীম ও আনু মোহাম্মদ নামে দুই যুবক মোটরসাইকেলে করে করনাইট এলাকায় যাচ্ছিলেন। পথে কুমারগঞ্জ এলাকায় পৌঁছুলে ওই মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় চলন্ত একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খেয়ে শামীম ও আনু মোহাম্মদকে বহনকারী মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

এদিকে, দুর্ঘটনায় প্রাইভেটকারের চার যাত্রী ও অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। দুর্ঘটনার পর পর অপর মোটরসাইকেলের দুই আরোহী দ্রুত পালিয়ে গেছেন।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫/আপডেট : ১৪৩৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।