ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তথ্য অধিকার বাস্তবায়নে জনগণ শক্তিশালী হবে

স্টাফ করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
তথ্য অধিকার বাস্তবায়নে জনগণ শক্তিশালী হবে

ঢাকা: তথ্য অধিকার বাস্তবায়নে জনগণ আরো শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুক।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর প্রত্নতত্ত্ব ভবনের তথ্য কমিশন মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন-২০০৯ স্বশিখন ভিডিও ম্যানুয়াল’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডিনেট সোশ্যাল এন্টারপ্রাইজ অনুষ্ঠানটির আয়োজন করে।

এ সময় মোহাম্মদ ফারুক বলেন, যিনি তথ্য জানতে পারবেন, তিনি অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। এতে দেশ আরো উন্নতির দিকে অগ্রসর হবে।

জনগণের দেশ জনগণের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য সরকার প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, সেই লক্ষে সরকার জনগণের জানার অধিকার প্রতিষ্ঠায় স্বচ্ছ জবাবদিহিতামূলক তথ্য অধিকার আইন পাস করেছে।

তিনি বলেন, তথ্য অধিকার বাস্তবায়নে কমিশনের পক্ষ থেকে সারা দেশের ৬৪টি জেলার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যার মাধ্যমে সবাই সহজে তার প্রয়োজনীয় তথ্য পাবেন। ইতিমধ্যে তথ্য কমিশনের পক্ষ থেকে সচেতনতামূলক ভিডিও তৈরির কাজও শুরু হয়েছে।

একই সঙ্গে তথ্য অধিকার বাস্তবায়নের লক্ষে দেশের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় ‘স্বশিখন ভিডিও ম্যানুয়াল’র মোড়ক উন্মোচন করেন তিনি।  

তথ্য অধিকার বাস্তবায়নে প্রচারণা বাড়াতে হবে মন্তব্য করে তথ্য মন্ত্রণালয়ের এ সচিব বলেন, দেশের প্রতিটি মানুষের তথ্য অধিকার বাস্তবায়নের জন্য দরকার বেশি বেশি প্রচারণা। মানুষকে না জানাতে পারলে আইন দিয়ে কোনো কাজ হবে না।   

তিনি বলেন, স্বশিখন ভিডিওটি যদি তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়, তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কপি করে দেশের বিভিন্ন অঞ্চলে এর প্রচারণা চালানো হবে। প্রচারণার সব দায়িত্ব সরকারি উদ্যোগেই করা হবে।  

তথ্য অধিকার আইন প্রয়োগের সহায়তায় একটি মোবাইল অ্যাপস এবং একটি ট্র্যাকিং সিস্টেম তৈরির কাজ চলছে বলে জানান ডিনেট’র প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লোবাল অনন্য রায়হান।

অনন্য রায়হানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্য কমিশনের সচিব মো. ফরহাদ হোসেন, মন্ত্রীপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. নজরুল ইসলাম, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, অধ্যাপক ড. খুরশিদা বেগম সাঈদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৬ জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।