ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্র রাজনীতির আদর্শচ্যুতি আমাকে বেদনাহত করে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
ছাত্র রাজনীতির আদর্শচ্যুতি আমাকে বেদনাহত করে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: বর্তমান ছাত্র রাজনীতিতে আদর্শের চ্যুতি তাকে ব্যথিত করে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



লিখিত বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ষাটের দশকে আমরা যারা ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম তাদের সকলেরই আদর্শ ছিল। সে আদর্শ হল দেশ ও জনগণের কল্যাণ সাধন। যেখানে ব্যক্তি বা গোষ্ঠীর কোনো স্বার্থের কোনো স্থান ছিল না। বর্তমান ছাত্র রাজনীতিতে অনেক ক্ষেত্রে সে আদর্শের অনুপস্থিতি আমাকে বেদনাহত করে।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ছাত্র রাজনীতি এখন ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ নির্ভর হয়ে পড়েছে।

বর্তমান পরিস্থিতি থেকে বের হয়ে এসে ছাত্র রাজনীতিকে জাতির বৃহত্তর কল্যাণে আদর্শিক ও গণমুখী করে তুলতে তিনি সকলের আহবান জানান রাষ্ট্রপতি।

কারণ তিনি মনে করেন,  নেতৃত্ব সৃষ্টিতে ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। তাই তিনি ছাত্র রাজনীতির বিপক্ষে নন। তবে সে রাজনীতি হতে হবে আদর্শিক ও জনকল্যাণমুখী।

এ বছর সমাবর্তনের বক্তা  ছিলেন জেনেভাভিত্তিক মেধাস্বত্ত্ব সংগঠন-(The World Intellectual Property Organization-WIPO)- এর মহাপরিচালক ফ্রান্সিস গারি (Francis Gurry) । তাকে ডক্টর অব ল’জ (Doctor of Laws)  ডিগ্রি প্রদান করা হয়।

৪৯তম সমাবর্তনে মোট ৬ হাজার ১০৪ জনকে ডিগ্রি প্রদান করা হয়। তাদের মধ্যে ৩ হাজার ৩৬৭ জন মেয়ে ও ২ হাজার ৭৩৭ জন ছেলে।

ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, পিএইচডি ৪২ জন, এমফিল ২০ জন, স্বর্ণপদক ২৯ জন, এমডি, এমএস ৪৯ জন, অনার্স ৩ হাজার ১৬০ জন, মাস্টার্স ৫৬৫ জন, এমবিবিএস ১ হাজার ৬২৫ জন, বিডিএস ৩১৯ জন, নার্সিং ও ফিজিওথেরাপি ১৮৬ জন, হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ১০৯ জন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।