ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে আগুনে শিশুসহ দগ্ধ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
না.গঞ্জে আগুনে শিশুসহ দগ্ধ ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের নগরীর সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির চার শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-রং মিস্ত্রি মিলন মিয়া (২০), শিশু জিমা (৪), খাদিজা (৭), নিয়াজ (৬) ও মিরাজ (সাড়ে ৪ বছর)।

স্থানীয় সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় আবদুল কাইউম মিয়ার বাড়িতে রঙ করার সময় ওই চার শিশু খেলা করছিল। এ সময় পাশে রঙ গলানোর সময়ে স্পিরিটে আগুনের স্ফুলিঙ্গ পড়লে বোতলটি বিস্ফোরিত হয়।

এতে ওই চার শিশু ও রঙ মিস্ত্রী মিলন দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বাংলানিউজকে  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।