ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গণমাধ্যমে ছবি দেখে সন্ত্রাসী শনাক্ত করার সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
গণমাধ্যমে ছবি দেখে সন্ত্রাসী শনাক্ত করার সুপারিশ সংসদ ভবন

ঢাকা: আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের মনোভাব প্রকাশ করে সংসদীয় কমিটি যেকোনো মূল্যে সন্ত্রাস নির্মূলের নির্দেশ দিয়েছে। পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে সন্ত্রাসী চিহ্নিত করারও সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।


 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি টিপু মুন্সির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটি সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও কমিটি সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম, কামরুন নাহার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বৈঠক শেষে টিপু মুনশি বাংলানিউজকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমান হরতাল-অবরোধ কিভাবে মোকাবেলা করা যায়, তা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্তক অবস্থানে থেকে কাজ করতে বলা হয়েছে।

মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট বাহিনীকে কঠোর হাতে সন্ত্রাসী দমন করতে বলা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী রুটিন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।  

আরেক সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর যা যা করার দরকার করবে। এতে তারা এক বিন্দুও কুণ্ঠাবোধ করবে না।
 
ওমর ফারুক চৌধুরী বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ভোরবেলায় গুটিকয়েক লোক নিয়ে গাড়ি ভাংচুর, গাড়ি পোড়ানো, বোমা মারা এমন কোনো কাজ নেই তারা করছে না।

গণমাধ্যমে ভিডিও ফুটেজ ও ছবি দেখানোর পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে, প্রয়োজনে গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে সন্ত্রাসী চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার।
 
বৈঠক সূত্রে জানা যায়, মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা পুনরায় কমিটিতে তোলা হয়েছে। এজন্য প্রতিটি জেলায় ও স্পটে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে বৈঠকে জানানো হয়েছে। কোনো রাসায়নিক দ্রব্য সন্দেহজনক হলে তা পরীক্ষার নির্দেশ দিয়েছে কমিটি।  
 
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) শহিদুল হকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।