ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিভিন্ন মেয়াদের রিমান্ডে ৬ বিএনপি-জাপা (জাফর) নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বিভিন্ন মেয়াদের রিমান্ডে ৬ বিএনপি-জাপা (জাফর) নেতা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলশান থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপি ও জাতীয় পার্টির (জাফর) ৬ নেতার জামিনের আবেদন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নেতাদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব নোয়াখালী জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম ও কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকনের ২ দিন এবং বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক  সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় সদস্য বেলাল আহমেদ ও মনিরুল হকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

   

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ৬ নেতাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশদিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই বারি। এ সময় তাদের জামিনের আবেদন জানান তাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

বিকেলে শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজা‌উল করিমের আদালত।  

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন স্থান থেকে ওই ৬ নেতাকে আটক করে পুলিশ। এর মধ্যে সকালে গুলশান থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শাহজাহান ও কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল আহমেদকে একসঙ্গে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় ধানমণ্ডি থেকে আটক হন বিএনপির সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম। রাতে তেজগাঁওয়ের একটি বেসরকারি চ্যানেলে একটি আলোচনা অনুষ্ঠান করে বের হওয়ার পরই গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক  সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে। অন্যদিকে সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধানমণ্ডি মাঠের পাশ থেকে আটক করে জাপা (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকনকে।

পরে ওই নেতাদের গুলশান থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

** ৬ বিএনপি নেতার ১০ দিনের রিমান্ডের আবেদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।