ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোল পোর্টথানাধীন ছোট আঁচড়া গ্রাম থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে এগুলো উদ্ধার করা হয়।



র‌্যাব জানায়, মঙ্গলবার ভোরে যশোর র‌্যাব সদস্যদের একটি দল বেনাপোল পোর্ট থানা এলাকায় অবস্থান করছিল। এসময় সময় গোপনে সংবাদ আসে ছোট আঁচড়া এলাকায় কিছু সংখ্যক সন্ত্রাসী অস্ত্র-গোলাবারুদসহ অবস্থান করছে। তাৎক্ষণিক টহল দল সেখানে অভিযান চালায়।

এসময় সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে একটি শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধারকরা হয়। উদ্ধারকরা অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট  থানার জমা দেওয়া হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।