ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তৈরি হচ্ছে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
তৈরি হচ্ছে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ

ঢাকা: ‘অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ’ এই শিরোনামে প্রতিবেদন তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাংবাদ সংস্থা ‘ইউনাইটেড ওয়ার্ল্ড’-এর তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী মোহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের সঙ্গে সাক্ষাতের সময় প্রতিনিধি দলটি এ তথ্য জানায়।


 
১১টি মন্ত্রণালয় পযর্বেক্ষণ করে বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট প্রকাশ করবে প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- লাইয়া মার্সেল, লিওয়োন্ড্র ক্যাভালেন এবং জিওফ্রি ফলগি।

মোহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বাংলানিউজকে জানান, ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারে উত্তীর্ণ করার লক্ষ্যে সরকার পদক্ষেপ নিয়েছে। এজন্য তৃণমূল পর্যায়ে কর্মশক্তি গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশেই সবচেয়ে সুষ্ঠু পরিবেশ রয়েছে। পাটের ব্যবহার রয়েছে সর্বত্র। পাট পরিবেশবান্ধব। তাই আমাদের পাটজাত দ্রব্যের ব্যবহার আরও বেশি বাড়াতে হবে।

ভারত থেকে পণ্য আমদানি করার সময় আমদানিকরকদের পাটের বস্তায় পণ্য আমদানি করতে হয়। এ নির্দেশ এখনো বহাল রয়েছে। ভবিষ্যতে এর কার্যকারিতা আরও বাড়ানো হবে বলে মন্ত্রী জানান।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, যে কোনো  ফ্যাক্টরি খুলতে লাইসেন্স নিতে হয়। এখন থেকে লাইসেন্স অনেক যাচাই-বাছাই করে দেওয়া হবে। ফলে ঝুঁকি ও দুর্ঘটনার সম্ভাবনাও অনেক কমে আসবে।

এ সময় তিনি বিদেশি ক্রেতাদের বাংলাদেশি পণ্য বেশি মূল্যে কেনার আহ্বান জানন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।