ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্লীলতাহানির অভিযোগে রাসিকের সেই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
শ্লীলতাহানির অভিযোগে রাসিকের সেই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়রের দফতরের সামনে এক নারীর শ্লীলতাহানি ঘটনায় রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলম মিলুর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে।

ঘটনার শিকার ওই নারী সোমবার (১২ জানুয়ারি) কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

আর ওই অভিযোগটি শেষ পর্যন্ত মামলা হিসেবেই নথিভুক্ত করা হয়েছে বলে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে জানিয়েছেন, বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার আরও জানান, ওই নারীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে পুলিশ।

নারীর শ্লীলতাহানি ঘটানোর পর থেকে ১৩নং কাউন্সিলর রবিউল আলম মিলু পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

** রাসিক কাউন্সিলরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।