ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরের নিখোঁজ ব্যবসায়ী গোপালগঞ্জে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
হোসেনপুরের নিখোঁজ ব্যবসায়ী গোপালগঞ্জে উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নিখোঁজ তেল ব্যবসায়ী মো. রুহুল আমিন (৩১) ১৪ দিন পর গোপালগঞ্জে উদ্ধার হয়েছেন।
 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারের পাশে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।



রুহুল আমিন হোসেনপুর উপজেলার দুলিহর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রুহুল আমিন হোসেনপুর উপজেলাসহ ময়মনসিংহ জেলার গফুরগাঁও ও পাগলা উপজেলার বিভিন্ন বাজারে পাইকারী তেল বিক্রি করেন।

রুহুল আমিনের চাচা কাঞ্চন মিয়া বাংলানিউজকে বলেন, পাঁচ বছর ধরে আমার ভাতিজা রুহুল আমিন তেলের ব্যবসা করে আসছে।   ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার দত্তের বাজারে তেল বিক্রির টাকা আনতে যায়। টাকা নিয়ে ফোনে জানায় সে পিকআপে করে বাড়ি ফিরছে। কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।

পরে এ ব্যাপারে রুহুল আমিনের বাবা ফিরোজ মিয়া ৫ জানুয়ারি হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি আরো বলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারের পাশে অচেতন অবস্থায় রুহুলকে পাওয়া গেছে শুনে আমরা তাকে আনতে গোপালগঞ্জ যাচ্ছি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা রুহুলকে গোপালগঞ্জ নিয়ে গেছে তা এখনো জানা যায়নি। তবে রুহুল বর্তমানে সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।