ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ট্রাকচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
রাঙামাটিতে ট্রাকচাপায় শিশু নিহত

রাঙামাটি: রাঙামাটির কুতুকছড়ি ইউনিয়নের ধর্মঘর এলাকায় ট্রাকচাপায় জুনান চাকমা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে কুতুকছড়ি বিএম কেজি স্কুলের ছাত্র।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ধর্মঘর এলাকার বাসিন্দা অজিত চাকমার ছেলে জুনান এ বছরই প্রথম স্কুলে ভর্তি হয়েছিলো।

কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমা বাংলানিউজকে জানান, জুনান সকালে স্কুলে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল। এসময় কুতুকছড়িতে বাঁশ আনতে যাওয়া একটি ট্রাক (চট্ট মেট্টো-ট-১১১০১৭) তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।