ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পারাবত-৯ লঞ্চের মাস্টার ও চালকের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
পারাবত-৯ লঞ্চের মাস্টার ও চালকের বিরুদ্ধে মামলা ছবি: প্রতীকী

বরিশাল: চাঁদপুরের মেঘনায় লঞ্চ দুর্ঘটনার ঘটনায় পারাবত-৯ লঞ্চের দুই মাস্টার ও চালকের বিরুদ্ধে বরিশালে মেরিন আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এ মামলাটি দায়ের করেন বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আবুল বাশার মজুমদার।



তিনি জানান, কুয়াশার মধ্যে রাডার ঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে নিরাপদ স্থানে নোঙর করার জন্য সতর্কতামূলক চিঠি দেওয়া সত্ত্বেও তা উপেক্ষা করে লঞ্চ চলাচল করছে। যার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, পারাবত-৯ লঞ্চের মাস্টার শেখ কামরুজাজামান, শামীম মোল্লা ও চালক সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।