ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল নগরীর দক্ষিণ সাগরদী এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম পরশ (৪০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরীর দক্ষিণ সাগরদী এলাকার ঠাকুরবাড়ির পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত জহিরুল ইসলাম ওই এলাকার মো. ফারুক হোসেন মাস্টারের ছেলে ও পদ্মা ব্লোইং প্রডাকশন কোম্পানির একজন প্রকৌশলী।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দাস রনবীর নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে জহিরুল ইসলাম মোটরসাইকেলে বাসা থেকে অফিসে যাচ্ছিলেন।

পথে ঠাকুরবাড়ির পোল এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।