ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে ৯০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
রামগতিতে ৯০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে জব্দকৃত প্রায় ৯০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রামগতি মাছঘাট এলাকায় আগুন দিয়ে জাল ধ্বংস করা হয়।



এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেঘনা নদীর সেবাগ্রাম, টাংকির খাল, গাবতলী ঘাট, আদালত ঘাট ও সুইচ খালে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার চরঘেরা জাল এবং প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড।   

রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।