ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ৭ মাছধরা ট্রলারে ডাকাতি

ড্রিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বঙ্গোপসাগরে ৭ মাছধরা ট্রলারে ডাকাতি ছবি: প্রতীকী

কক্সবাজার: বঙ্গোপসাগরের কক্সবাজার উপক‍ূলবর্তী এলাকায় ৭ মাছধরা ট্রলারে ডাকাতি সংঘটিত হয়েছে।

এ সময় দস্যুরা এসব ট্রলার থেকে ৫ লাখ টাকার মাছ ও মালামাল লুট করে নিয়ে গেছে।



মঙ্গলবার ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন মোহনায় এ ডাকাতি সংঘটিত হয়।

কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  সমিতির সদস্য ফজল করিম, মোহাম্মদ আলম, আবু বক্কর, নুরুল আবছার, মোহাম্মদ আলী, শামশুল আলম ও ওসমান গনি টুলুর মালিকাধীন ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে ডাকাতির শিকার হয় জেলেরা। এ সময় দস্যুদের হামলায় ৮ মাঝি-মাল্লা আহত হয়।

সমিতির সাধারণ সম্পাদক জানে আলম পুতু জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।