ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পিএসসিকে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পিএসসিকে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিভিন্ন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে দ্রুত নিয়োগ দিতে পিএসসিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে প্রয়োজনে পিএসসি’র শাখা বাড়ানোর নির্দেশও দেন প্রধানমন্ত্রী।


 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনের (এনইসি) সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী আরো বলেন, বিসিএসের নিয়োগ যাতে তাড়াতাড়ি হয় সেজন্য শিক্ষা, স্বাস্থ্যসহ বড় বড় মন্ত্রণালয়ের সমন্বয়ে আলাদা শাখা গঠন করতে হবে। প্রয়োজন হলে পিএসসি’র জনবলও বাড়াতে হবে।
 
৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নয় হাজার আটশ’ ২২ জন চাকরিপ্রত্যাশী। এসব প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া কম সময়ের মধ্যে শেষ করতে সভায় তাগিদ দেন প্রধানমন্ত্রী।
 
এদিকে একনেক সভায় তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি - ৩)  সংশোধিত আকারে পাস হয়। এর মাধ্যমে বর্তমান সরকার ২৬ হাজার একশ’ ৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করেছে। এসব বিদ্যালয়ের জন্য অতিরিক্ত একজন করে প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
 
অতিরিক্ত শিক্ষক নিয়োগের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী পিএসসি’র নিয়োগ প্রক্রিয়ার কথা তুলে ধরেন একনেক সভায়।
 
একনেক সভা সূত্র জানায়, প্রধানমন্ত্রী কক্সবাজারে আধুনিক বিমানবন্দর তৈরির বিষয়ে মতামত দিয়েছেন।

এছাড়া একনেক সভায় চুয়াডাঙ্গায় শিল্পনগরী স্থাপনের বিষয়ে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পটির নাম বিসিক শিল্পনগরী, চুয়াডাঙ্গা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৩২ কোটি টাকা ব্যয়ে ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
 
প্রকল্পটির বিষয়ে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে শিল্পনগরী স্থাপন করা হবে।
 
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, প্রতিটি জেলায় শিল্পনগরী স্থাপনের। সেই লক্ষ্যে এরই মধ্যে ৫৮টি শিল্পনগরী স্থাপনের কাজ চলছে। এর মধ্যে ৪৮টির কাজ শেষ হয়েছে এবং বাকি ১০টি শিল্পনগরীর কাজ শিগগিরই শেষ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।