ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রমনার হাজিপাড়ায় ককটেল বিস্ফোরণ, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
রমনার হাজিপাড়ায় ককটেল বিস্ফোরণ, আটক ৪ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রমনা থানাধীন হাজিপাড়া এলাকায় সিএনজি পাম্প স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রমনা থানাধীন হাজিপাড়া এলাকার সিএনজি পাম্প স্টেশনের সামনে অবরোধ সমর্থনে একদল যুবক একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।

এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার এসআই মনজুরুল আলম বাংলানিউজকে বলেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে পালানোর সময় স্থানীয় মধুবাগ পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই ৪ জনকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।