ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান রশিদ নিহত

ড্রিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
মহেশখালীতে বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান রশিদ নিহত ছবি : প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার টাইমবাজার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রশিদ বাহিনীর প্রধান রশিদ আহম্মদ (৩২) নিহত হয়েছেন। এ সময় মহেশখালী থানার কনস্টেবল বায়োজিদ গুলিবিদ্ধ হয়েছেন।

এছাড়া আহত হয়েছেন আরো ৪ পুলিশ সদস্য।

উদ্ধার করা হয়েছে ২টি দেশীয় তৈরি লম্বা বন্দুকসহ ৫ রাউন্ড কার্তুজ।  

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রশিদ ডাকাত মহেশখালী উপজেলার হোয়াইনক ইউনিয়নের পূর্ব পূইছড়া গ্রামের আবুল কালামের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন  এসআই আবুল কালাম, কনস্টেবল আজিজ উদ্দিন, আব্দুর রহমান ও ফোরকান। গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যেক্ষদর্শী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং এর পাহাড়ি আস্তানা থেকে এসআই পরেশ হত্যা মামলার প্রধান আসামি রশিদকে আটক করে পুলিশ।

তাকে নিয়ে মহেশখালী থানার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে টাইমবাজার এলাকার পৌছলে রশিদ চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে রশিদ বাহিনীর অন্যান্য সদস্যরা পুলিশের গাড়িতে হামলা করে। এ সময় ওই বাহিনীর হামলায় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি ৫ জন আহত হয়। হামলাকারীরা রশিদকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে রশিদ ঘটনাস্থলেই নিহত হয়।

পরে অতিরিক্ত পুলিশ এসে লাশ উদ্ধার করে মহেশখালী থানায়  নিয়ে যায়। নিহতের লাশটি বুধবার সকালে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহেশখালীতে উপ পরিদর্শক (এসআই) পরেশ কান্তি হত্যা মামলার মূল আসামি রশিদ। তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ ৮টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।