ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় ৪ নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
ভারতীয় ৪ নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি

হিলি(দিনাজপুর): বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় ৪ নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষীর  (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বিজিবি-৩।

বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে সোমবার সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুরের হিলি চেকপোস্টের ২৮৫/১১ সাব পিলারের পাশ দিয়ে তাদের হস্তান্তর করা হয়।



এরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার টিটাগড় থানার ব্যারাকপুর এলাকার একই পরিবারের তারক নন্দি (৩৬), তার স্ত্রী রানু নন্দি (৩২), ছেলে শান্তনু (১৪) ও সৌরভ (১০)।

হিলি চেকপোস্ট বিজিবি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, ১৫ দিন আগে আটক হওয়া এসব ভারতীয়রা অবৈধভাবে প্রবেশ করে ঢাকার শাখারি বাজারের আত্মীয় ভরত দাশের বাড়িতে বেড়াতে যান।

রোববার সকাল ১০টার দিকে তারা হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফিরে যাওয়ার চেষ্টা করলে  বিজিবি সদস্যরা তাদের আটক করে।

বাংলাদেশ সময়:  ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।