ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার বরিশালে সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বৃহস্পতিবার বরিশালে সকাল-সন্ধ্যা হরতাল ছবি : প্রতীকী

বরিশাল: বরিশাল মহানগরসহ গোটা জেলায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।



বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক খোন্দকার আবুল হাসান লিমন ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ হাসান মামুনের সাক্ষরিত যৌথ এ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতার, হত্যা, গুম, নির্যাতনের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।

ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান  জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

এদিকে, নাশকতার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে  ছাত্রদল ও যুবদলের ২ নেতাকে আটক করেছে।

অভিযান পরিচালকারী ডিবির উপপরিদর্শক (এসআই) চিন্ময় মিত্র জানান, নাশকতার অভিযোগ বরিশাল পলিটেকনিক ছাত্রদলে সভাপতি মাহাবুবুর আলম মিঠু (৩০) ও মহানগর যুবদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম সূজনকে (৩৫) আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।