ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে মালেশিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
প্রধানমন্ত্রীর সঙ্গে মালেশিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতো শ্রী মুস্তাফা মুহামেদ এবং বিশ্ব মেধাস্বত্ত্ব সংস্থার (ডব্লিউআইপিও) মহাপরিচালক ফ্রান্সিস গারি।
 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


 
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন মালেশিয়ার বাণিজ্যমন্ত্রী। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে মালেশিয়ার সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সর্ম্পক বৃদ্ধির মাধ্যমে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
 
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।
 
সাক্ষাতকালে মালয়েশিয়ার মন্ত্রী  গত পাঁচ বছর ধরে বাংলাদেশের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক দুই শতাংশ অব্যাহত থাকায় বাংলাদেশের প্রশংসা করেন।
 
দুই দেশের মধ্যে বিজনেস ফোরাম কার্যকরী হলে বাণিজ্য ঘাটতি কমে যাবে বলেও আশা প্রকাশ করেন মালেশিয়ার মন্ত্রী।
 
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদেরও প্রশংসা করেন মুস্তাফা মুহামেদ।
 
এদিকে মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রীর পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব মেধাস্বত্ত্ব সংস্থার মহাপরিচালক ফ্রান্সিস গারি।
 
মেধাস্বত্ত্ব সংস্থার মহাপরিচালক বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।
 
বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই মেধাস্বত্ত্বকে সমুন্নত রাখার কথা বলেন তিনি।
 
বাংলাদেশ সময়: ২১০৭ ঘন্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।