ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাঘের চামড়া ও হাড়সহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বাগেরহাটে বাঘের চামড়া ও হাড়সহ আটক ৩ ছবি: ফাইল ফটো

বাগেরহাট: বাগেরহাটে বাঘের চামড়া ও হাড়সহ তিনজকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটককৃতদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া।

এ প্রসঙ্গে র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম ঘটনা সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, এটি একটি আন্তর্জাতিক চক্র। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মোড়েলগঞ্জ থানা পুলিশের এক কর্মকর্তা জানান, র‌্যাব-৮ আটকদের কাছ থেকে ১টি বাঘের চামড়া ও বেশ কিছু হাড় উদ্ধার করেছে। আটকদের বরিশালে নিয়ে গেছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।