ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে ট্রাক-অটোরিকশায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
কোম্পানীগঞ্জে ট্রাক-অটোরিকশায় আগুন

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট-চাপরাশিরহাট সড়কে একটি ট্রাক ও দুইটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ট্রাকের চালক ও হেলপারসহ ২ জন আহত হয়েছেন।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার থেকে ঘন্টাব্যাপী এ নাশকতার ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রাক চালক সবুজ (২৮) ও হেলপার সৌরভ হোসেন (২৫)।

প্রত্যক্ষদর্শীরা বাংলনিউজকে জানায়, মঙ্গলবার সন্ধ্যা পরে সিমেন্টবাহী একটি ট্রাক উপজেলার চাপরাশিরহাট বাজারের দিকে যাচ্ছিল। পথে চরকাঁকড়া ইউনিয়নের বসুরহাট-চাপরাশিরহাট সড়কের ট্রাকের গতিরোধ করে চালক ও হেলপারকে পিটিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে তারা পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

একই স্থানে দুর্বৃত্তরা দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন, ৪টি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশসময়: ০৫৩১ ঘণ্টা,জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।