ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মহম্মদপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
মহম্মদপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক।


 
প্রত্যক্ষদর্শী বিনোদপুর বাজারের দিনবন্ধু ঘোষ বাংলানিউজকে জানান- রাত ৯টার দিকে মাগুরা থেকে মহম্মদপুরের দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে দ্রুতগামী মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী গোলাম মোস্তফা (৫৫) ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ব্যবসায়ী  মিলটন মিয়া গুরুতর আহত হন। তাকে মহম্মদপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাগুরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

মহম্মদপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মকসুদুল মমিন বাংলানিউজকে জানান- আহত মিলটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত গোলাম মোস্তফার লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।

তবে এ ব্যাপারে মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান কিছুই জানেন না বলে বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা,জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।