ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে রেললাইনে ট্রাক, ৬ ঘণ্টা পর চলাচল শুরু

পার্বতীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
পার্বতীপুরে রেললাইনে ট্রাক, ৬ ঘণ্টা পর চলাচল শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): রেললাইনে ট্রাক উঠে পার্বতীপুর-লালমনিরহাট ও পার্বতীপুর-বগুড়া-সান্তাহার রেলপথে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রেল কর্মচারীরা রেললাইন থেকে ট্রাকটি সরিয়ে ফেলায় ওই রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।



এরআগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘন কুয়াশার কারণে দিনাজপুরের পার্বতীপুরে সুন্দরীপাড়া রেলগেটে রেললাইনের উপর একটি বাঁশবোঝাই ট্রাক উঠে যায়।  

এতে পার্বতীপুর থেকে রমনাগামী ৪২২ নম্বর রমনা লোকাল, বুড়িমারীগামী ৬৪ নম্বর বুড়িমারী লোকাল ও দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী আন্ত‍ঃনগর দোলনচাঁপা ট্রেন পার্বতীপুরে আটকা পড়ে।

পুলিশ ও দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার রিমন বাংলানিউজকে জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে বাঁশ নিয়ে দুটি ট্রাক রাজশাহীর বাঘমারায় যাচ্ছিল। এরমধ্যে একটি ট্রাকের চালক আব্দুল্লাহ ঘন কুয়াশার কারণে ঠিকমত রাস্তা দেখতে না পাওয়ায় রাত আড়াইটার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের পার্বতীপুর-রংপুর রেল পথের সুন্দরীপাড়া রেলগেটে রোড ডিভাইডারের সঙ্গে ট্রাকটি সজোরে ধাক্কা লাগে। এতে করে ট্রাকটির সামনের দিকের দুটি চাকার মাঝের স্কেল ভেঙে ট্রাকটি রেললাইনে উঠে পড়ে।

ফলে পার্বতীপুর-লালমনিরহাট ও পার্বতীপুর-বগুড়া-সান্তাহার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৮টার দিকে প্রায় ৬ ঘণ্টা পর রেল কর্মচারীরা রেল ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়।

পার্বতীপুর জংশন রেলস্টেশন মাস্টার জিয়াউল আহসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদশে সময়: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।