ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
পাবনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ৭ ছবি: প্রতীকী

পাবনা: পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় ৭ যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।



আহতরা হলেন, পৌর সদরের শালগাড়িয়া এলাকার টিপু হোসেনের ছেলে আলভি হোসেন, সাত্তার প্রামানিকের ছেলে মুসা হোসেন, জাহাঙ্গীর হোসেনর ছেলে সাজু হোসেন, করিম প্রামানিকের ছেলে সেতু, জামাল হোসেনের ছেলে শাকিল হোসেন, শিবরামপুর মহল্লার শরিফ উদ্দিনের ছেলে সাব্বির হোসেন ও হেলাল উদ্দিনের ছেলে সাগর। তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে শহরের শালগাড়িয়া মহল্লার বাংলাদেশ ঈদগাহ মাঠে এসব যুবকেরা ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের লক্ষ্য করে  এলোপাথারি গুলি করে পালিয়ে যায়। এতে ৭ যুবক গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা হাসপাতালে ভর্তি করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা কি কারণে গুলি করেছে তা জানা যায়নি।

বাংলাদশে সময়: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।