ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের শাস্তি দাবি যুক্তরাষ্ট্রের

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের শাস্তি দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস।

বুধবার সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে ডেপুটি পেস চিফ অভিক রহমানের পাঠানো এক ইমেল বার্তায় এই নিন্দা জানানো হয়।



বিবৃতিতে বলা হয়, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র স্তম্ভিত ও মর্মাহত। গণতান্ত্রিক বাংলাদেশে এমন গর্হিত ও কাপুরুষোচিত কাজের কোন যৌক্তিকতা নেই।   রাজনৈতিক উদ্দেশ্যের কারণে সহিংসতাকে যুক্তরাষ্ট্র নিন্দা জানায়।

গুলির ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আহবানও জানানো হয় বিবৃতিতে।

আরো বলা হয়, যুক্তরাষ্ট্র সব পক্ষকে সংযত আচরণ করতে এবং সহিংসতা ও ভীতিপ্রদর্শন থেকে বিরত থাকার আহবান জানায়।

একই বিবৃতিতে শান্তিপূর্ণ রাজনৈতিক মত প্রকাশের অধিকার নিশ্চিত কর‍ারও আহবান জানায় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

** রিয়াজ রহমান আশঙ্কামুক্ত নন
** খালেদার উপদেষ্টা রিয়াজ রহমান গুলিবিদ্ধ, গাড়িতে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।