ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাস-জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
সন্ত্রাস-জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতাল ও অবরোধের নামে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে ও পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে বিএনপি। মানুষের ওপর এ আক্রমণ কি ধরনের আন্দোলন? এটাতো রাজনীতি না।

এটা সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। এ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, তাদের হরতাল-অবরোধ মানুষ মানে না। কিন্তু তারা যাত্রীবাহী বাসে আগুন দিয়ে, পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। মঙ্গলবারও (১৩ জানুয়ারি) ৪টি শিশু মারা গেছে। আমি অনুরোধ করবো হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। নইলে আমাদের আরো কঠোর হতে হবে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।