ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এখনও এইচডিইউতে রিয়াজ রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
এখনও এইচডিইউতে রিয়াজ রহমান রিয়াজ রহমান

ঢাকা: গুলিবিদ্ধ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসকরা। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এগুলোর রিপোর্ট পর্যালোচনা করে তার অস্ত্রোপচার বা পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা।  

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই রিয়াজ রহমানকে হাসপাতালটির জরুরি বিভাগ হয়ে হাইডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটির অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুল হাসান ও গ্যাস্ট্রোইন্ট্রোলজিস্ট বিশেষজ্ঞ ডা. ফাইয়াজ হোসেন শুভের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে এগারটার দিকে চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র বাংলানিউজকে জানান, রিয়াজ রহমানের এমআর, এক্স-রে ও ইকো করা হয়েছে। এসব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পেলে সেগুলো নিয়ে বসবেন চিকিৎসকরা। রিপোর্ট পর্যালোচনা করে তার অস্ত্রোপচার কখন হবে বা কিভাবে হবে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় রিয়াজ রহমানের চিকিৎসার্থে মেডিকেল বোর্ড গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।  

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেওয়া হয়।

রিয়াজ রহমানকে সঙ্গে সঙ্গে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বাংলানিউজকে জানান, তার (রিয়াজ রহমান) শরীরের চারস্থানে গুলিবিদ্ধ হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

এদিকে রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোট। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে এ হরতাল পালিত হবে।

** রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের শাস্তি দাবি যুক্তরাষ্ট্রের
** খালেদার পাশ থেকে সবাইকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে
** রিয়াজ রহমান আশঙ্কামুক্ত নন
** খালেদার উপদেষ্টা রিয়াজ রহমান গুলিবিদ্ধ, গাড়িতে আগুন

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।