ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘বিচারকদের বয়স বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
‘বিচারকদের বয়স বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন’

ঢাকা: নিম্ন আদালতের বিচারকদের বয়স বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৮ বিচারপতির বেঞ্চে বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে মাসদার হোসেন মামলার রায় বাস্তবায়নের শুনানি অনুষ্ঠিত হয়।



তবে এ প্রক্রিয়া বাস্তবায়নে মার্চ পযন্ত সময় চান অ্যাটর্নি জেনারেল। পরে আদালত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন।   

২০১১ সালে প্রশাসনের অন্য কর্মকর্তাদের সঙ্গে নিম্ন আদালতের বিচারকদের বয়স বাড়িয়ে ৫৯ বছর করা হয়। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এ বয়সসীমা ৬০ বছর।
 
২০০৯ সালের জুনে জুডিশিয়াল সার্ভিস কমিশন নিম্ন আদালতের বিচারকদের বয়স ৬২ বছর করতে সুপারিশ করে। সে সময় তাদের অবসরের বয়স ছিলো ৫৭ বছর।
 
বিচারবিভাগ পৃথকীকরণের মামলায় ২০১২ সালের ১ অক্টোবর আপিল বিভাগ নিম্ন আদালতের বিচারকদের অবসরের বয়সসীমা ৬২ বছর করার নির্দেশনা দেন। কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি।
 
বুধবার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন মাহবুবে আলম। মাসদার হোসেন মামলার বাদীপক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।