ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রিয়াজ রহমানের সঙ্গে কথা বলবে সিআইডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রিয়াজ রহমানের সঙ্গে কথা বলবে সিআইডি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুলশান-২ গোলচত্বরে দুর্বৃত্তদের হামলার শিকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের সঙ্গে কথা বলবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রিয়াজ রহমানের উপর হামলার স্থানে আলামত সংগ্রহ শেষে একথা বলেন সিআইডির পরিদর্শক আরিফ ইফতেখার।



সকাল পৌনে ১১টার দিকে সিআইডির পরিদর্শক আরিফ ইফতেখারের নেতৃত্বে আট সদস্যের ফরেসিক ইউনিট রিয়াজ রহমানের উপর হামলার ঘটনাস্থলে প্রায় দেড়ঘণ্টা আলামত সংগ্রহ করেন।

আলামত সংগ্রহ শেষে ইফতেখার সাংবাদিকদের বলেন, ‘দোষীদের চিহ্নিত করতে আমরা ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছি। এ ঘটনার তদন্তের স্বার্থে সবধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। একই সঙ্গে রিয়াজ রহমানের সঙ্গেও কথা বলবে সিআইডি।

এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার দুপুর পৌনে ১টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এর আগে সকালে গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল ঘিরে রেখে সিআইডির ফরেনসিক ইউনিট আলামত সংগ্রহ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করতে সিআইডির ফরেনসিক ইউনিট আলামত সংগ্রহ করছে।

মঙ্গলবার রাতে (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান গুলিবিদ্ধ হন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেওয়া হয়।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তার কোমর ও উরুতে দু’টি করে মোট চারটি বুলেট বিঁধেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

বাংলাদেশ সময় : ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

** রিয়াজ রহমানের উপর হামলার স্থানে সিআইডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।