ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রানীনগরে ভটভটি উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রানীনগরে ভটভটি উল্টে নিহত ১ ছবি: প্রতীকী

নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলার ছয়বাড়ী এলাকায় যাত্রীবাহী ভটভটি উল্টে ছহিম উদ্দিন আকন্দ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভটভটির আরো দুই যাত্রী।



বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রানীনগর-আবাদপুকুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছহিম উদ্দিন রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বছির উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় চালের খুচরা ব্যবসা করে আসছিলেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকালে ছহিম উদ্দিন ধান কেনার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে ভটভটিতে করে আবাদপুকুর বাজারে যাচ্ছিলেন। ভটভটিতে আরো ছয়/সাতজন যাত্রী ছিলেন। পথে ভটভটিটি ছয়বাড়ি ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ছহিম উদ্দিনের মৃত্যু ও দুই যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

রানীনগর থানার পরিদর্শক (ওসি) মাসউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।