ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় আটক ৫৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
খুলনায় আটক ৫৩ ছবি: প্রতীকী

খুলনা: খুলনায় বিশেষ অভিযান ‍চালিয়ে মোট ৫৩ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে বুধবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
এর মধ্যে ৪৯ জন নিয়মিত মামলার আসামি। এছাড়া বিএনপির ৪ নেতা কর্মীকেও আটক করা হয়েছে।

নেতা-কর্মীরা হচ্ছেন- বিএনপির সদস্য আল আমীন (২৫) ও নজরুল ইসলাম (৪২), ছাত্রদলের সদস্য সুজন (২০) ও ১৮ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল আলিম (৪২)।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।