ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
যশোরে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ ছবি: প্রতীকী

যশোর: যশোরের মণিরামপুর উপজেলার বেগারিতলা এলাকায় ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।  

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শফিয়ার রহমানের (৪২)মৃত্যু হয়েছে।

এতে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা চারজনে দাঁড়ালো। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

নিহতরা হলেন-মণিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের ইমান আলী গাজীর ছেলে ও সাবেক ইউপি সদস্য শফিয়ার রহমান (৪২), একই উপজেলার বালিধা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাহিনুর রহমান (৩৫), কুয়াদা এলাকার নুর মোহম্মাদের ছেলে মশিয়ার রহমান (৪২) এবং যশোর সদর উপজেলার ভাটপাড়া গ্রামের ফটিক সরকারের ছেলে মধুসূদন সরকার (৪০)।

আহতরা হলেন, মদনপুর গ্রামের আলী আহমেদের ছেলে জিএম হাই (৪৫) ও একই গ্রামের মুসাব্বির মোল্লার ছেলে সাহেব আলী (৪০)।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দুপুরে যশোর থেকে দু’টি মোটরসাইকেলে  করে ছয়জন মণিরামপুর যাচ্ছিলেন। পথে বেগারিতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঝিনাইদহ মেট্রো ট ১১-০৩৫৩) ওই দু’টি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু ও গুরুতর আহত হয় তিনজন। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে শফিয়ার রহমানের মৃত্যু হয়।

টায়ার ব্লাস্ট হওয়ায় চালক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।


বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘন্টা,  ১৪ জানুয়ারি ২০১৫/আপডেট: ১৭৩১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।