ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাবতলীতে গাড়ি আছে, যাত্রী নেই

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
গাবতলীতে গাড়ি আছে, যাত্রী নেই ফাইল ফটো

ঢাকা: ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে প্রচ‍ুর সংখ্যক গাড়ি। কিন্তু দেখা নেই যাত্রীর।

আর যাত্রী না থাকার কারণে তুলনামূলক কম ভাড়াই নিচ্ছেন পরিবহন মালিকরা।

বুধবার (১৪ জানুয়ারি) চলমান অবরোধের দশম দিনে গাবতলী বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা যায়।

ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার সাগর বাংলানিউজকে বলেন, সকাল থেকে যাত্রী কম। অবরোধের দিনে পিকেটাররা গাড়িতে ঢিল মারে, আগুন দেয়। রাতে তেমন কিছু হয় না। তাই সন্ধ্যার পর যাত্রী কিছুটা বাড়ে। তবে দিনের বেলায় যার যার এলাকায় পুলিশ গাড়ির পিছনে পিছনে পাহারা দিয়ে নিয়ে যায়।

এছাড়া যাত্রী কম হওয়ায় বিভিন্ন বাসে ভাড়াও কম নেওয়া হচ্ছে বলে জানা যায়।

যশোর যাওয়ার ৩৬ সিটের চেয়ারকোচ পরিবহনে ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা ভাড়া নিতে দেখা গেছে।

আর সাধারণ পরিবহনগুলোর ভাড়া ২৮০ টাকা হলেও তুলনামূলক কম ভাড়া নিচ্ছে তারা।

বাংলাদেশসময়: ০৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।