ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমায় নিখোঁজ মুসুল্লির লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
বিশ্ব ইজতেমায় নিখোঁজ মুসুল্লির লাশ উদ্ধার

গাজীপুর: বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে বাড়ি যাওয়ার পথে তুরাগ নদীতে নিখোঁজ আবু বকর সিদ্দিক (৪০) নামের এক মুসল্লির লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

আবু বকর সিদ্দিকের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার সবুজপাড়া গ্রামে।



বুধবার (১৪ জানুয়ারি) বেলা দেড়টায় টঙ্গীর তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার হয়।

১১ জানুয়ারি বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে বাড়ি ফেরার সময় নৌকা থেকে পড়ে গিয়ে তুরাগ নদীতে নিখোঁজ হন তিনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান লিটন বাংলানিউজকে জানান, সকাল থেকে তুরাগ নদীতে অনুসন্ধান করে বেলা দেড়টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

নৌকা থেকে পড়ে যাওয়ার সময় মাথায় ও বিভিন্ন স্থানে আঘাত লাগার ফলে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।