ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে কৃষক গুলিবিদ্ধ, চমেকে স্থানান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
খাগড়াছড়িতে কৃষক গুলিবিদ্ধ, চমেকে স্থানান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলায় ললিত কান্তি চাকমা (৩০) নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

তিনি একই এলাকার সিংহ মণি চাকমার ছেলে।

ললিত কান্তি চাকমার স্ত্রী গরীবি চাকমা বাংলানিউজকে জানান, সকালে কলার ছড়া বিক্রী করতে মাইসছড়ি বাজারে যাওয়ার পথে পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে গুলি করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির চৌধুরী ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।