ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার আশঙ্কায় ধুনটে ব্রিজ-কালভার্টে পাহারা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
নাশকতার আশঙ্কায় ধুনটে ব্রিজ-কালভার্টে পাহারা

ধুনট (বগুড়া): অবরোধে নাশকতায় আশঙ্কায় বগুড়ার ধুনটে গ্রামীণ জনপদের রাস্তাঘাটের ব্রিজ-কালভার্টে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
 
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


 
সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) পি এন সরকার, পৌর মেয়র এ জি এম বাদশাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক, ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা জুয়েল, সুজাউদ্দৌলা রিপন, শাহজাহান আলী প্রমুখ।
 
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ১২ জানুয়ারি রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ স্বাক্ষরিত ফাক্স বার্তার আলোকে বিভিন্ন পেশা-শ্রেণির মানুষের সঙ্গে বৈঠক করে এ সিন্ধান্ত নেওয়া হয়।
 
এতে উপজেলার প্রতিটি ব্রিজ-কালভার্টে একজন করে গ্রাম পুলিশ ও আনসার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পর্যায়ক্রমে ২৪ ঘণ্টা পাহারা দিবেন। এছাড়া, পুলিশের একটি ভ্রাম্যমাণ দল সমগ্র উপজেলার ব্রিজ কালভার্টগুলো নজদারিতে রাখবে বলে সভায় জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।