ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নতুনকে সংবর্ধনা, বিদায়ী ‘বাদ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
নতুনকে সংবর্ধনা, বিদায়ী ‘বাদ’ মো. মোজাম্মেল হোসেন ও এস কে সিনহা

ঢাকা: নবনিযুক্ত প্রধান বিচারপতি এস কে সিনহাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিলেও বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে প্রথা অনুসারে সংবর্ধনা দেবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ২০তম প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের শেষ কর্মদিবস। আগামী ১৬ জানুয়ারি শুক্রবার তিনি অবসরে যাবেন। ২১তম প্রধান বিচারপতি হিসেবে শনিবার (১৭ জানুয়ারি) শপথ নেবেন বিচারপতি এস কে সিনহা। প্রথা অনুসারে আইনজীবী সমিতি নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সংবর্ধিত করে। একই অনুষ্ঠানে বিদায়ী প্রধান বিচারপতিকে দেওয়া হয় বিদায় সংবর্ধনা।

এবার কেন প্রথা ভাঙবেন- এ প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, আইনজীবী সমিতি একটি সভায় মিলিত হয়েছে। সে সভায় বিচার বিভাগ পৃথকীকরণে বলিষ্ঠ ভূমিকা না রাখা, আইনজীবী এম ইউ আহমেদের (মৃত) বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় কোনো পদক্ষেপ গ্রহণ না করা, আটক থাকা অবস্থায় সমিতির সভাপতি ও সম্পাদকের জামিনের বিষয়ে পদক্ষেপ না নেওয়া, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় পদক্ষেপ না নেওয়া, সুপ্রিম কোর্ট আইনজীবীদের সুযোগ-সুবিধা রক্ষা, ভবন নির্মাণসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা না করাসহ আরও কয়েকটি অভিযোগ এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

তাই প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।