ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

২৬ মার্চ নাগরিকদের স্মার্ট কার্ড দিতে চায় ইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
২৬ মার্চ নাগরিকদের স্মার্ট কার্ড দিতে চায় ইসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেই দেশের নাগরিকদের অত্যাধুনিক জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড দেওয়া শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব সিরাজুল ইসলাম জানিয়েছেন, প্রতীকী হলেও ওই দিন থেকেই অত্যাধুনিক জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড দেওয়া শুরু হবে।



এরই মধ্যে স্মার্ট কার্ড তৈরি জন্য ফ্রান্সের একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে।

স্মার্ট কার্ড তৈরির আগ্রহ দেখিয়ে চারটি কোম্পানি দরপত্র জমা দিয়েছিল জানিয়ে ইসি সচিব বলেন, এরমধ্যে সবচেয়ে কম দর ও দক্ষতার ভিত্তিতে ফ্রান্সের ওবার্থার টেকনোলজিসের সঙ্গে চুক্তি হয়।

স্মার্ট কার্ড প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেহ এবং ওই  কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফার ফন্টিনা নিজ নিজ পক্ষে ওই চুক্তিতে সই করেন।

আগামী বছরের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে উল্লেখ করে ইসি সচিব সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলনে আরও জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের কাজ ২০১১ সালের জুলাইয়ে শুরু হয়। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে একটি অংশ শেষ হলো।
 
তবে চ্যালেঞ্জের বিষয়টি এখনও বাকি, বলেন সিরাজুল ইসলাম।

তিনি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ  হলো নাগরিকদের হাতে ঠিক সময়ে এই স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া।
 
ভোটাররা এতদিন লেমিনেটেড পরিচয়পত্র (এনআইডি) পেতেন। এ উদ্যোগের ফলে আগামী বছরের জুনের মধ্যে নয় কোটি ভোটারের হাতে উন্নতমানের স্মার্ট কার্ড পৌঁছে যাবে, বলেন সিরাজুল ইসলাম।   

ইসি সচিব বলেন, ‘গত বছরের ২৬ মার্চ এই কার্ড দিতে চেয়েছিলাম। কিন্তু তা পারি নি। তাই আগামী ২৬ মার্চ এ কার্ড বিতরণ করতে চাই। সেটা হোক প্রতীকী!’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্ড নাগরিকদের হাতে তুলে দেবেন বলে আশা করছি।
 
সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অ’বেয়ার, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন ই কাইমস উপস্থিত ছিলেন।

ইসি সূত্র জানায়, প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৭৯৬ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৮৫৯ টাকা।

বর্তমানে দেশে ৯ কোটি ২০ লাখ ভোটার রয়েছে। তাদেরকেই প্রথম অত্যাধুনিক ও উন্নতমানের স্মার্ট কার্ড বিতরণ করা হবে। পরবর্তীতে দেশের সব নাগরিককে পর্যায়ক্রমে এর আওতায় আনা হবে, জানায় ইসি।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।